সম্প্রতি Audi Bangladesh বাংলাদেশে নিয়ে এলো Audi E-tron যা Full Electric Vehicle, এছাড়াও Bagh Eco Motors, Runner Automobiles, Palki Motors ইলেক্ট্রিক ভেহিকেল দেশেই উৎপাদন করছে। বাংলাদেশে অটোমোবাইল শিল্পের বড় ধরণের পরিবর্তন আসতে চলেছে সামনের দিনগুলোতে। নি:সন্দেহে এক্ষেত্রে ইলেক্ট্রিক গাড়িরই সুদিন আসবে। মুজিব ক্লাইমেট প্রোসপারিটি প্ল্যান অনুসারে দেশে ৩০% গাড়ি ইলেক্ট্রিক হবে ২০৩০ সালের মধ্যেই।
আপনি কি জানেন ২০১৯ সালে ৭৫০০ ইউনিটের বেশী হাইব্রিড এবং প্লাগ ইন হাইব্রিড গাড়ি দেশের বাজারে বিক্রি হয়। ইলেক্ট্রিক ভেহিকেল এবং কনভেনশনাল গাড়ির প্রযুক্তি গত পার্থক্য আকাশ - পাতাল সদৃশ। কয়েকটা ফ্যাক্ট শেয়ার না করলেই নয়।


Leave a Comment