প্রশিক্ষণ কি ?

প্রশিক্ষণ হচ্ছে একটি পরিকল্পিত এবং শিখন কার্যক্রমপ্রশিক্ষণ গ্রহণের ফলে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করা হয়প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করে কোন নির্দিষ্ট বিষয়ে তার যোগ্যতার উন্নতি ও সমৃদ্ধি সাধন করা  বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিকের মতে প্রশিক্ষণের সংজ্ঞা নিচে তুলে ধরা হলো -

follow 
James Stoner এবং RE Freeman লেখকদ্বয়ের মতে, “প্রশিক্ষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যা কর্মীর বর্হমান কর্মদক্ষতা সংরক্ষণ কিংবা উন্নয়নের লক্ষ্যে প্রণীত হয়

 M. J. Jucious-এর মতানুসারে, “প্রশিক্ষণ একটি প্রক্রিয়াকে নির্দেশ করে, যার মাধ্যমে কর্মীদের কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের আগ্রহ, দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধি করা হয়

উল্লিখিত আলোচনা থেকে বলা যায়, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের পেশাগত দক্ষতা, কর্মদক্ষতা ও উদ্যম বৃদ্ধি করে সুনির্দিষ্ট কর্ম সম্পাদনের উপযোগী করে গড়ে তোলা হয় তাকে প্রশিক্ষণ বলে

প্রশিক্ষণের উদ্দেশ্য ও লক্ষ্য-

প্রশিক্ষণের মুল উদ্দেশ্য হলো তথ্যমূলক ও হাতে কলমে কাজের সমন্বয় করা যার মাধ্যমে নিজেকে দক্ষ ও বাস্তব অভিজ্ঞতার আলোকে গড়ে তুলতে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। Douglas McGregor এর মতে, প্রশিক্ষণ বুদ্ধি সংক্রান্ত জ্ঞান আহরণে সাহায্য করে, কার্যদক্ষতা বৃদ্ধি করে এবং সমস্যা সমাধানের যোগ্যতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে অতএব ,আমরা বলতে পারি যে ,প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে একজন মানুষ বা কর্মি তার মেধা ,প্রজ্ঞা ও মনোবল কে পুরোপুরি কাজে পুর্ণ ভাবে কাজে লাগে নিজের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন সাধন করতে পারে ।

ড্রাইভিং পেশার গুরুত্ব-

আমরা দৈনন্দিন নানান প্রয়োজনে  এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে থাকি ,এ কাজে আমরা বিভিন ধরনের যানবাহন ব্যবহার করি । পৃথিবীর সকল ধরনের যানবাহন পরিচালনার জন্য একজন চালক থাকেন । প্রতিনিয়ত যানবাহনের চাহিদা বাড়ার পাশাপাশি চালক দের চাহিদাও বেড়ে চলেছে কিন্তু আফসোস এর বিষয় হচ্ছে সেই অনুযায়ী দক্ষ চালক সৃষ্টি হচ্ছে না যার ফলে আমাদের দেশে প্রতিবছর অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন এবং দেশ ও অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে । এসব দূর্ঘটনা এড়াতে আমাদের প্রয়োজন লাইসেন্স ধারী দক্ষ ও অভিজ্ঞ চালক । সঠিক প্রশিক্ষণ পেলে একজন চালক নিজের দক্ষতা বাড়িয়ে তুলে দেশের পাশাপাশি বিদেশে কাজ করে বিপুল পরিমান বৈদাশিক মুদ্রা অর্জন করতে পারন এবিং নিজে আত্মকর্মসংস্থান এর সৃষ্টি করতে পারেন ।

 

প্রশিক্ষণ শেষে-দেশে বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা -

বর্তমানে আমাদের দেশে বেকারত্ব একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে । লক্ষ লক্ষ বেকার যুবক যুবতিদের প্রশিক্ষন প্রদানের মাধ্যমে দেশ ও বিদেশের বিভিন্ন সরকারি ,বেসরকারী,আধা-সরকারি,প্রকল্প ইত্যাদিতে ব্যবহৃত বিভিন্ন যানভাহনের চালকের ভুমিকা পালন করার মাদ্যমে চাকরি ও রিজিকের ব্যবস্থা করা যায় ,এতে করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি দেশের অর্হথনীতিতে সক্রিয় ভুমিকা পালন করা সম্ভব ।



Leave a Comment